রাণীশংকৈল বিপুল ইয়াবাসহ আটক ৪

আটক আশরাফুল ইসলাম, নুরজামাল, রাজিউর রহমান ও মোতালেব হক। ছবি : এনটিভি অনলাইন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নেকমরদ বাজারের বড় মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী মালদহপাড়ার বাসিন্দা নুরজামাল (২৮), একই গ্রামের বাসিন্দা রাজিউর রহমান (২২) ও দক্ষিণ পাড়ুয়া গ্রামের বাসিন্দা মোতালেব হক (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।