দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেরে বিষয়ে আপস করব না : লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনও করব না। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদেরকে দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে।
বিএনপিনেতা বাবর নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা, মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি।
এসময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।