চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার বন্ধু মানিক (১৫) ও রাহাত (১৪) গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) সকালে সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত মাহিন বাবার মুদির দোকানে সহকারী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার তারা চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়েছিল। রাতে ফেরার সময় ভোররাতে বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া করে। তিনজন কিশোর একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে চেইঙ্গার ব্রিজে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহতের ফুফু সুখী বেগম অভিযোগ করে বলেন, আমার ভাইপো পানি চেয়েছিল, সেটিও দেয়নি। রশি দিয়ে বেঁধে মারতে মারতে তাকে হত্যা করেছে।
ঘটনার সময় কিশোরদের আশ্রয় নেওয়া নির্মাণাধীন ঘরের মালিক মোবারক বলেন, আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি ওই কিশোরকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, নগর থেকে ফেরার পথে স্থানীয় কয়েকজন মাহিনসহ তিন কিশোরকে আঘাত করে। পরে তারা পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে এনে ব্রিজের ওপর মারধর করা হলে ঘটনাস্থলেই মাহিন নিহত হয়। আহত অন্যরা বর্তমানে চিকিৎসাধীন।