মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে বের হয়ে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারেরা হলেন-উপজেলার ক্ষেণপাড়ার হামিদুর রহমান (৫২) ও কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিন (২৩)। অপর আসামি জাহেরুল ইসলাম (৪৮) এখনও পলাতক।
এর আগে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুমারপুর কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সুযোগে প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার সকালে ওষুধ কিনতে ভুল্লী বাজারে গেলে তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেয় অভিযুক্তরা। প্রথমে ভুক্তভোগী নারীকে খোশবাজার এলাকায় নিয়ে নাস্তা করানোর পর বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যাওয়া হয়। পরে জাহেরুল ইসলাম তাকে কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে গেলে সেখানে নাসরিনের সহযোগিতায় হামিদুর ও জাহেরুল পালাক্রমে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে স্বামীকে ঘটনাটি জানান গৃহবধূ। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা আপোষের প্রস্তাব দিলেও ভুক্তভোগীর পরিবার তা প্রত্যাখ্যান করে থানায় মামলা করেন।
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য কুমিল্লায় থাকি। এ সুযোগে হামিদুর ও জাহেরুল আমার স্ত্রীকে নির্যাতন করেছে। আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা অসুস্থ। এর পরও তারা আপোষের চেষ্টা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।