শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার স্বরুপদাহ গ্রামের মালশাকুড় ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে খায়রুল ইসলাম ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বিকেলে মালশাকুড় ব্রিজের নিচে তার মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।