বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর ও ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার (২৩ আগস্ট) আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন তিনি। আগামীকাল পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।
ডা. রফিক বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
রাজশাহী বিভাগে বিএনপি'র সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় তাকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।