সাভারে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) ভোররাতে নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
নাসির উদ্দিন জানান, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভোররাতে তাদের ৩ তলার ফ্ল্যাটের দরজায় জোরে নাড়া দেয় ডাকাতরা। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন ডাকাত পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।