জামিন পেলেন কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল

সরকারি কাজে বাধাদান ও বেআইনি সমাবেশের অভিযোগের মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন দিয়েছেন আদালত। রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ আগস্ট শহিদুল ইসলাম বাবুল ঢাকার সিএমএম আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ২০২৩ সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহিদুলের সাড়ে তিন বছরের সাজা হয়। বাবুলকে এ মামলার রায়ে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও সাতদিন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিন কারাদণ্ড দেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিল এ মামলা দায়ের করেন।