'খালেদা জিয়া ও ইসহাক দারের সাক্ষাতে দেশের রাজনীতি নিয়ে কথা হয়নি'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসেন।
প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এই সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
পরে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ম্যাডামের সাথে দেখা করেছেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তিনি মূলত এসেছিলেন। ইসহাক দার উনার আশু আরোগ্য কামনা করেছেন।
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।
সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী করা প্রভৃতি বিষয় নিয়ে আলাপ হয়েছে জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। একজন আরেকজন কুশুল বিনিময় করেছেন। তিনি ম্যাডামের সুস্থতা কামনা করেছেন।
এর আগে ২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
শনিবার দুইদিনের সফরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতসহ বাংলাদেশের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন তিনি।
বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।