নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের

১৭ বছর পর নেত্রকোনার হাওর এলাকায় নির্বাচনি গণসংযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। টানা তিন দিন তাঁর নির্বাচনি এলাকা নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরি) আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জে ঘুরে ঘুরে এই নির্বাচনি গণসংযোগ করেন তিনি।
এ সময় নির্বাচনি এলাকার জনগণ তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে হয়েছেন উচ্ছ্বসিত।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত নিজ উপজেলার মদনের বিভিন্ন গ্রামে ঘুরে লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন লুৎফুজ্জামান বাবর।
লুৎফুজ্জামান বাবর মদন উপজেলার পৌর সদরে ভাদেরা গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিজয়ী হয়ে চার দলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
লুৎফুজ্জামান বাবরের সফরসঙ্গী ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক লালু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল পৌর সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আংগুর, মদন পৌর বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আংগুর রহমান ভূঁইয়াসহ উপজেলা যুবদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমি মাঠে সমাবেশ শেষ করে, ঘাটুয়া, কদমশ্রীতে সমাবেশ করেন। বিকেলে মদন ইউনিয়নের উচিতপুর এলাকায় এসে লুৎফুজ্জামান বাবর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
লুৎফুজ্জামান বাবর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, শুধু বাবর ভাই স্লোগান দিলে হবে না, ১৭ বছর আমি জেলে ছিলাম। সেই সময়ে যারা শিশু ছিল, তারা এখন যুবক। এই যুবকদের তিনভাবে স্বাবলম্বী হতে হবে। ভালোভাবে পড়াশোনা করে, কারিগরি শিক্ষার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা করে। আর অযথা সময় নষ্ট করা যাবে না।
এর আগে দুপুরে গাজীপুর জয়বাংলা বাজারে সমাবেশে বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, দলের আদর্শ ধারণ করেন—তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকবে হবে, ঐক্য ধরে রাখতে হবে।
নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা, মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল আমাকে। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আজ আমি মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
গত শুক্রবার সকাল থেকে মোহনগঞ্জ, শনিবার হাওরদ্বীপ উপজেলা হিসেবে খ্যাত খালিয়াজুরিতে অবস্থান করেন লুৎফুজ্জামান বাবর। সেখানে স্পিডবোটের সাহায্যে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে লোকজনের খোঁজখবর নেন তিনি।