শিক্ষা-সমাজকল্যাণের উজ্জ্বল প্রতীক ছিলেন মহারাণী স্বর্ণময়ী

কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার আয়োজনে ছুটিরপাতা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নগেন্দ্র নাথ সরকার এবং উপ-সহকারী কৃষি অফিসার জাবেদ আলী।
এ সময় বক্তারা বলেন, ইতিহাসে মহারাণী স্বর্ণময়ী শিক্ষা, সমাজকল্যাণ ও দানশীলতার এক উজ্জ্বল প্রতীক। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নারী হয়েও তিনি সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনের অগ্রনায়ক হয়ে ওঠেন। উলিপুরে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ন বিনির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ তাঁর মৃত্যুবার্ষিকী বা স্মরণসভা সচরাচর আয়োজন করা হয় না- যা অত্যন্ত দুঃখজনক। তাঁর অবদান কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না; ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোও ছিল তাঁর জীবনের অঙ্গ।
বক্তারা আরও বলেন, তাঁর জীবনী থেকে শিক্ষা পাওয়া যায়- মানবতার জন্য নিরলস দান ও কাজই একজন মানুষকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।