মিরপুরে চীনা নাগরিকের মানিব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে এক চীনা নাগরিকের মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাব্বির (১৯) ও অন্তু (২৭)।
আজ বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ১৭ আগস্ট মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনের উত্তর দিক থেকে চীনা নাগরিকের মানিব্যাগটি চুরি হয়ে যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনায় চীনা নাগরিকের বন্ধু জিন্নাতুল মিরপুর মডেল থানায় মামলা করেন। তিনি মামলায় দাবি করেন, ব্যাগে ৩০ হাজার টাকা ও ৪০০ মার্কিন ডলার এবং চীনের একটি ব্যাংক কার্ড রয়েছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, পুলিশের একটি দল প্রযুক্তির সাহায্যে সাব্বিরকে শনাক্ত করে এবং ২১ আগস্ট মিরপুরের রূপনগর এলাকার চলন্তিকা বস্তি থেকে ২ হাজার ৫০০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে। সাব্বিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর পুলিশ বুধবার মিরপুর-১০ এলাকা থেকে অন্তুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে।
তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই বিভিন্ন মামলায় পরোনাভুক্ত আসামি।