চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না : চরমোনাই পীর
‘চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
নরসিংদীর রায়পুরায় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ মন্তব্য করেন।
ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও শান্তির জনপদ গড়ার প্রত্যয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা এ সমাবেশ আয়োজন করে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না। দেশের মানুষ ইসলামপ্রিয়, তাই ইসলামভিত্তিক রাজনীতির বিকল্প নেই।’
সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার, মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আব্দুল মতিন (শিপলু মোল্লা)।
এর আগে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এসে সমাবেশে অংশ নেয়।