অসহায়রা পেল ঘর, অর্থ ও জীবিকার উপকরণ

টাঙ্গাইল থেকে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে এসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোহেল নামে এক যুবক। ঘোগাদহ, যাত্রাপুর, শুলকুর বাজারসহ নানা এলাকায় অনেক পরিবার তার সহায়তায় উপকৃত হচ্ছেন। কেউ পাচ্ছেন ঘর, কেউ নগদ অর্থ, আবার কারো হাতে তুলে দেওয়া হচ্ছে জীবিকা নির্বাহের উপকরণ।
স্থানীয়রা জানান, এই যুবক অসহায় ও দরিদ্র মানুষের সমস্যার ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও দেখে বিভিন্ন স্থান থেকে মানুষ সহযোগিতার হাত বাড়ান। তিনি সেই অর্থ ও উপকরণ সরাসরি গরীব মানুষের হাতে পৌঁছে দেন।
মোসাম্মৎ আমিনা খাতুন বলেন, ‘আমার স্বামী নেই, আমি অসুস্থ। তিনি আমার কষ্টের কথা শুনে আমাকে ছয় হাজার টাকা সহায়তা করেছেন। এখন আমি অনেকটা স্বস্তি অনুভব করছি।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, আমার ঘরবাড়ি কিছুই ছিল না। একটি ঝুপড়ি ঘরে থাকতাম, যেখানে বৃষ্টি হলে পানি পড়ত। তিনি আমাকে নতুন ঘর, নগদ অর্থ ও একটি গরু দিয়ে সহযোগিতা করেছেন। এখন আমরা অনেক ভালো আছি।
রহমান মিয়া বলেন, আমি একটি ভ্যানগাড়ি পেয়ে খুব খুশি। এখন আর ভাড়া দিতে হবে না। যা ইনকাম করবো, তা সবে আমার নিজের থাকবে।
মানুষের পাশে দাঁড়ানো যুবক সোহেল বলেন, আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাই আমি কুড়িগ্রামকে বেছে নিয়েছি। মানুষের সমস্যাগুলো আমি ফেসবুকে তুলে ধরি, বিভিন্ন স্থান থেকে সহায়তা আসে। আর আমি সেই সহায়তাগুলো মানুষের মাঝে বণ্টন করি।