সাবেক আইনমন্ত্রী আনিসুল চারদিনের রিমান্ডে

ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আসামি আনিসুল হকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট অংশ নেন শাওন। সেই সময়ে আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলা করেন।
মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট আনিসুলকে সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।