লগ্ন শেষ হবে বলে হাসপাতালের বেডেই বিয়ে

মানিকগঞ্জ সদর আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বাইক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে পরিবারের উদ্যোগে এই বিশেষ বিয়ে আয়োজন করা হয়।
হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মন্ডল জানান, দুর্ঘটনায় আহত আনন্দ সাহা হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে পরিবারের অনুরোধে হাসপাতালের বেডে বিয়ে সম্পন্ন হয়।
আনন্দ সাহার চাচাতো ভাই অর্ণব সাহা বলেন, শারীরিক অবস্থার কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। আনন্দ সাহা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং ৩০-৪০ দিন আগে ঢাকায় অপারেশন করিয়েছিলেন।
দিলীপ কুমার মন্ডল আরও জানান, পরিবারের অনুরোধ ও রোগীর স্থিতিশীল অবস্থার কারণে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের অপ্রয়োজনীয় অংশে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাত ১০টার মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হয়।
হাসপাতালের ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগীর অবস্থা স্থিতিশীল থাকায় আমরা হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছি। এতে তিনি হাসপাতালের বেডে লগ্ন অনুযায়ী বিয়ে করতে সক্ষম হন।