এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর হাটে নতুন শেড নির্মাণ

পাবনার চাটমোহর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মির্জাপুর হাটে অবশেষে নতুন টিনশেড নির্মাণ করা হয়েছে। দীর্ঘ তিন বছর ভাঙা শেড ও অস্থায়ী পলিথিন টানিয়ে কেনাবেচা চালিয়ে যাওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সম্প্রতি এনটিভি অনলাইনে এ সমস্যা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দ্রুত ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, সপ্তাহে দুই দিন বসা এই হাটে চাটমোহরসহ ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ আসেন। শেডগুলো ভেঙে পড়ে যাওয়ায় ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বা পলিথিনের আশ্রয়ে কেনাবেচা করতেন। বৃষ্টিতে পণ্য নষ্ট হওয়া এবং প্রচণ্ড রোদে দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। বর্ষার সময় কাদা-পানি জমে হাটের ভেতরে চলাচলও কষ্টকর হয়ে যেত।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গুরুত্ব দিয়ে দ্রুত মেরামত ও নতুন শেড নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করে নতুন টিনশেড স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে ব্যবসায়ী ও ক্রেতাদের।
স্থানীয় ব্যবসায়ী আলতাফ ও জব্বার হোসেন জানান, বহুদিনের দাবি অবশেষে বাস্তবায়ন হয়েছে। এখন আর বৃষ্টি বা রোদে কেনাবেচায় সমস্যা হবে না।
ক্রেতা শামীম হোসেন ও জাকিরুল ইসলাম বলেন, আগে বাজার করতে এসে ভোগান্তি পোহাতে হতো, এখন স্বস্তিতে বাজার করা যাচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসির চৌধুরী বলেন, সংবাদটি নজরে আসার পর আমরা গুরুত্ব সহকারে দেখি এবং দ্রুত শেডগুলো পরিবর্তন করা হয়। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে।