শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর কলাবাগানে কাজী বশির উদ্দিন রোড জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কুলখানিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইসমাইল জবিহউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ছোট ছেলে ইঞ্জিনিয়ার শাহ আদনান মাহমুদ এবং তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বন্ধু ইসমাইল জবিহউল্লাহ স্মৃতিচারণ করে বলেন, মাহমুদ উল্লাহ আমার দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার মৃত্যু আমাকে বেশ বিচলিত করেছে।
গত শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে ৭৯ বছর বয়সে মাহমুদ উল্লাহ ইন্তেকাল করেন। তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।