হাটহাজারিতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

মাদ্রাসাকে নিয়ে কটূক্তির ঘটনায় জশনে জুলুসের সমর্থিত মুসুল্লি ও কওমি জনতার সংঘর্ষের পর চট্টগ্রামের হাটহাজারি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারি পৌরসভা মীরেরহাট থেকে এগারো মাইল এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
এই বিষয়ে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাটহাজারির কিছু এলাকায় সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণ জমায়েত, বিষ্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বহন এবং পাঁচের বেশি ব্যক্তি একত্রে অবস্থান ও চলাফেরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।’