গবাদিপশুর ভেজাল ওষুধের কারখানা সিলগালা, পরিচালকের কারাদণ্ড

অবৈধভাবে গবাদিপশুর ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুদ করায় নওগাঁর পোরশায় ভিলেজ অ্যাগ্রোভেট নামের একটি প্রতিষ্ঠানের পরিচালককে জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালককে আটক করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক রবিউল আউয়াল দীর্ঘদিন ধরেই অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুদ করে বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে ওষুধ তৈরির কোনো লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পরে অবৈধ ও ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। জব্দ করা হয় ৬২ ধরনের বিপুল অবৈধ ও ভেজাল ওষুধ।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০-এর ধারায় প্রতিষ্ঠানটির পরিচালকে জরিমানা এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। লাইসেন্স ও অনুমোদন ব্যতীত গবাদিপশুর ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ওষুধ প্রশাসনের জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহম্মেদ, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।