নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব একটি কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেল, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও দলীয় নেতাকর্মীরা এই পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবারই জনকল্যাণমুখী ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত।
নেতারা আরও বলেন, ছোট যমুনা নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।