প্রেসক্লাব মান্দার কমিটিতে আহ্বায়ক রহিম, সদস্য সচিব সুলতান

প্রেসক্লাব মান্দার কমিটিতে আহ্বায়ক রহিম (বামে), সদস্য সচিব সুলতান। ছবি : এনটিভি
নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব মান্দার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে প্রেসক্লাব মান্দার কার্যালয়ে এক সভার মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক ইনকিলাব পত্রিকার মান্দা প্রতিনিধি খন্দকার আব্দুর রহিমকে আহ্বায়ক ও এনটিভি অনলাইনের প্রতিনিধি সুলতান আহমেদকে সদস্য সচিব করা হয়।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দৈনিক আমার সংবাদের প্রতিবেদক মো. রওশন আলমকে।
কমিটিতে সদস্য করা হয় এম এ মতিন (দৈনিক বাংলার চোখ, স্টার নিউজ), সোহেল রানা (বাংলার চোখ), আলামিন হোসেন (ফটোসাংবাদিক), সোহেল রানা (স্বাধীন সূর্য্যদয়), আলামিন ইসলাম (সাপ্তাহিক অগ্রযাত্রা) ও মাহমুদুল হাসানকে (দেশের খবর প্রতিদিন)।