নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র চলছে : শামা ওবায়েদ

বাংলাদেশের একটি সুন্দর নির্বাচন বানচাল করতে এবং দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা বাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিপূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ষড়যন্ত্র চলমান আছে যাতে বাংলাদেশের সুন্দর একটি নির্বাচন না হয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপরে উঠে যাক, তা চায় না, তারাই দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি জনগণকে এই ষড়যন্ত্র থেকে সাবধান থাকার আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু তার দোসররা আশেপাশে রয়ে গেছে। আপনাদের সেখান থেকে সাবধান থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, দেশের প্রতিটি পদে বৈষম্য ছিল। চাকরি পেতে হলেও প্রচুর ঘুষ দিতে হতো। এ প্রসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি আমার ভাই-বোনসহ সবাইকে অনুরোধ করব ৩১ দফা আপনারা ভালো করে পড়বেন। সেই ৩১ দফায় রয়েছে—যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে প্রথম ১৮ মাসেই এক কোটি যুবককে চাকরি দেওয়া হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, আসাদ মাতুব্বর, শাহিনুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সালথা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।