ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি খলিলুর রহমানের ইন্তেকাল

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি, দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
গত ২০ আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন সড়কের নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক হয় কাজী খলিলুর রহমানের। পরে তাকে সদর হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাজী খলিলুর রহমানের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জেবা আমিনা খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারি ইব্রাহিম আল হাদী, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আজাদুর রহমান পান্নাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।