ময়মনসিংহে ভারতীয় মদসহ আটক ৪

ভারতীয় মদসহ আটক ৪। ছবি : এনটিভি
ময়মনসিংহের ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক সরবরাহে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ধোবাউড়া থানার ধাইরপাড়া পানির ট্যাংকির পাশের কলসিন্দুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আলামিন (৩২), রুবেল (৩৪), মো. সাইফুল (২২) ও মো. হাবিকুল ইসলাম (৩৫)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ভারতীয় মাদক এনে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ভোর ৫টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।