ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি বগি ফেলেই চলল ট্রেন

বিচ্ছিন্ন হওয়া ট্রেনের বগি। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তালশহর রেলস্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও ট্রেন চলতে থাকে। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তালশহরে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ তিনটি বগি আলাদা হয়ে যায়। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাকির জাহান জানান, বিচ্ছিন্ন বগি পুনঃসংযোগের কাজ করা হচ্ছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।