হরতাল প্রত্যাহার করে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা

বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে পূর্ব ঘোষিত দুই দিনের অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে একই সময়ে (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) জেলা ও উপজেলার সব নির্বাচন অফিসের সামনে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মহাসড়কে নতুন এই কর্মসূচির ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম।
এম এ সালাম বলেন, আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার দুদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে সব নির্বাচন অফিস ঘেরাও করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করছেন। তাই জনস্বার্থে হরতাল প্রত্যাহার করে বিকল্প শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে বিলুপ্ত হওয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এটি সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলনের তৃতীয় ধাপ। হরতালের সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নওয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।