মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা-দোকান প্রদান

মানিকগঞ্জের সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডে ভূমদক্ষিণ গ্রামের সালেহাকে মুদি দোকান ও উপজেলার চারিগ্রামের সজলকে অটোরিকশাসহ সাত ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
আজ পুনর্বাসনের জন্য ছয়জনকে মুদি দোকান ও একজনকে অটোরিকশা দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ভিক্ষাবৃত্তি আসলে কোনো সম্মানজনক নয়, সমাজে একে কেউ ভালো চোখে দেখে না। রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও এটি ইতিবাচক বার্তা বহন করে না। তবে জীবনের টানাপড়েন ও নানা কারণে অনেকে বাধ্য হয়ে এই পেশায় জড়িয়ে পড়ে। সচেতন উদ্যোগ ও সঠিক পদক্ষেপ নিলে তাদের সহজেই ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে সম্মানজনক কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব। এই পুনর্বাসন কার্যক্রম ভিক্ষুকদের আত্মনিভর্রশীল জীবনের নতুন দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পর্যায়ক্রমে জেলার সব ভিক্ষুককে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানান শরফ উদ্দিন আহমেদ।
এ সময় জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ উপস্থিত ছিলেন।