মানিকগঞ্জে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায় এলাহি বক্সের মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালক বারেক আহত হয়ে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সাটুরিয়া থেকে দড়গ্রাম বাজারমুখী একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলাম বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার ছেলে। আর আহত সিএনজিচালক বারেক মিয়া দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।