যশোরে পাঁচ স্বর্ণের বারসহ যুবক আটক

স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক আবু বকর সিদ্দিক। ছবি : এনটিভি
যশোর সদর উপজেলায় পাঁচটি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মুড়লি মোড় বাসস্ট্যান্ডে ঢাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তিনি এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আবু বকরকে থানায় হস্তান্তর করা হয়েছে।