নওগাঁ সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতল মাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের আটক করে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন।
বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে ভারতীয় ২৯/সন্ধ্যা পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, এই ব্যক্তিরা বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে গত ৯ সেপ্টেম্বর ভারতীয় পুলিশ রাজস্থান থেকে তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপরই বিএসএফ তাদেরকে বাংলাদেশের শীতল মাঠ সীমান্ত দিয়ে ফেরত পাঠায়।
আটকদের মধ্যে ১৫ জন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)। এছাড়াও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখকেও (১৮) আটক করা হয়েছে।