ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওমর ফারুক খোকা (২৭) মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার বাসিন্দা। অভিযুক্ত মেঝো ভাই আক্তার হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজেদের বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাই ওমর ফারুক খোকা ও আক্তার হোসেনের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আক্তার হোসেন ছুরি দিয়ে ছোট ভাই ওমর ফারুককে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনারগাঁও থানার পরিদর্শক (এসআই তদন্ত) মো. রাসেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাসেদুল হাসান খান আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাব পাড়া নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।