ডিবি পুলিশে গ্রেপ্তার ৫ ডাকাতসহ মালামাল ক্রেতা

ঠাকুরগাঁওয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন পাঁচ ডাকাতসহ মালামাল ক্রয়কারী। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁও,দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়া এলাকার অতুল চন্দ্র রায় (৩৮), ঠাকুরগাঁওয়ের ভূল্লী পূর্ব শুকানপুরী এলাকার জসিম উদ্দিন (২৬), একই এলাকার ইউনুস (৩৮),দিনাজপুর বিরল রামচন্দ্র এলাকার মাজেদুর রহমান মাসুদ (৪০), দিনাজপুর কোতোয়ালি থানা এলাকার রফিকুল। এ ছাড়া ডাকাতি মালামাল ক্রয়কারী পঞ্চগড় বোদা উপজেলার সরদার পাড়া এলাকার আজিজুল (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম বলেন, গত ২১ আগস্ট গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় সাসটেইনেবল এনার্জি অ্যান্ড রিসোর্স লিমিটেডের কারখানায় ডাকাতির করতে যায় ডাকাদল। এ সময় সেই কারখানার নাইট গার্ডকে বেঁধে মারপিট করা হয়। সেই সঙ্গে কারখানার ভিতর থেকে তিনটি ট্রান্সফর্মার নিয়ে যায়। পরে পাশের বরেন্দ্রের আরও তিনটি ট্রান্সফর্মার নামিয়ে মূল্যবান তামার কয়েলগুলো লুটপাট করে। এ ছাড়া কারখানা থেকে আরও কিছু মালামাল লুটপাট করে তারা।
নবিউল ইসলাম আরও বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। বৃহস্পতিবার দিনব্যাপী ঠাকুরগাঁও,দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বোদা উপজেলা থেকে ডাকাতির মালামাল ক্রয়কারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
নবিউল ইসলাম জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি মালামাল উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।