কোটালীপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

আটক সবুজ। ছবি : এনটিভি অনলাইন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০৭ পিস ইয়াবাসহ সবুজ দাড়িয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ দাড়িয়া মাঝবাড়ি গ্রামের বাসিন্দা।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন খান বলেন, টুপরিয়া হেমায়েত ব্রিজের দক্ষিণ পাশে একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ সবুজকে আটক করতে সক্ষম হই।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মাদক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।