চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি এক জামায়াতনেতার ফেসবুকে শেয়ার করার জেরে আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিনেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। আজ সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের উপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।
উপজেলা জামায়াতনেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট করেন। তার পরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। পরে বিএনপিনেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করে। ওইসময় বিএনপিনেতা কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জামায়াত-বিএনপির মারামারির ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।