দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি মহাসচিব।
বিমানবন্দরের গেটে অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সফরটি সফল হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আমরা সফর সঙ্গী হয়েছিলাম।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সকলের সঙ্গেই আলাপ হয়েছে। যারা গিয়েছিলেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক। তিনি বলেন,আমাদের সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শন করার জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। সেদিক থেকে সফরটি সফল হয়েছে। ওখানে জাতিসংঘের প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে। বিশেষ করে যারা বিদেশে বাস করছেন প্রবাসী আছেন সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। আপনার উপস্থিতিতে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ব্যাপার না। আমরা এগুলো বড় মনে করি না। এটা বাংলাদেশেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার। এছাড়া কিছুই না।