চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌ র্যালি

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় সারাদেশের মতো চাঁদপুরেও ২২ দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে। ‘মা ইলিশ রক্ষা করি, দেশের সম্পদ বাড়াই’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা ও বিশাল নৌ র্যালি অনুষ্ঠিত হয়। এই অভিযান চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
চাঁদপুর সদর ঘাট এলাকা থেকে পদ্মা-মেঘনার সংযোগস্থল পর্যন্ত এই নৌ র্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক জেলে অংশ নেন।
নিষেধাজ্ঞার সময়ে পদ্মা-মেঘনাসহ দেশের সব নদ-নদীতে মা ইলিশ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
প্রধান অতিথি হিসেবে নৌ র্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, ‘ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, এটি আমাদের গর্বের প্রতীক। মা ইলিশ ধরা বন্ধ রাখলে ভবিষ্যৎ প্রজন্ম পর্যাপ্ত ইলিশ পাবে। সব জেলে ভাইদের প্রতি আহ্বান, এই নিষেধাজ্ঞা মেনে চলুন। সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কেউ যেন অবৈধভাবে নদীতে না নামে।’
এ সময় সরকারের পক্ষ থেকে জেলেদের সহায়তার জন্য প্রতিজনকে ২৫ কেজি করে চাল বিতরণের কর্মসূচিও ঘোষণা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাসহ মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা।