মা ইলিশ রক্ষায় অভিযানের ফেসবুক লাইভ দেখে পালান জেলেরা

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনায় ফেসবুক লাইভ ব্যবহার করায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ২২ দিনের যে অভিযান শুরু হয়েছে, তার প্রথম দিন গতকাল শনিবার (৪ অক্টোবর) তেঁতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান চলে। তবে, অভিযান শুরুর পরপরই একাধিক সদস্যের ফেসবুক লাইভের মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে, অসাধু জেলেরা নদী ছেড়ে পালিয়ে যায়।
ফেসবুক লাইভে এসে অভিযান পরিচালনা করায় স্থানীয়রা একে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এটি ‘চোর ধরতে নেমে চোরকেই সজাগ করে দেওয়ার মত ঘটনা।’
মাহবুব রহমান নামে একজন মন্তব্য করেন, ‘অভিযানে যেতে হয় চুপিচুপি, এভাবে ঢাকঢোল পিটিয়ে গেলে চোর পালিয়ে যাবে।’
এইচ এম নামির আহমেদ টিটু মন্তব্য করেন, ‘আপনি তো গোপন খবর ফাঁস করে দিলেন।’
বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মন্তব্য করেন, ‘লাইভ করে অভিযান পরিচালনা করলে সফল হওয়ার সম্ভাবনা কম।’
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্যবিভাগ একাধিক ট্রলার নিয়ে পৃথক পৃথকভাবে অভিযান চালাচ্ছে। তিনি নিশ্চিত করেন, যে ট্রলারে তিনি ছিলেন সেখান থেকে কোনো লাইভ করা হয়নি। তবে, অন্য কোনো ট্রলার থেকে লাইভ করায় জেলেরা সতর্ক হয়েছে কিনা, সে বিষয়ে তার জানা নেই।
২২ দিনের এই মা ইলিশ রক্ষা অভিযান শনিবার থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহণ নিষিদ্ধ।