অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার (৫ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার (৪ অক্টোবর) এএসপি শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা অতিক্রম করছিল। সেই সময় দুজন লোককে যানবাহন থেকে টাকা তুলতে দেখে দায়িত্বরত পুলিশ তাদের কাছে এর কারণ জানতে চান। পুলিশ তাদের হাইকোর্টের নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করে এবং দুই চাঁদাবাজকে আটক করে।
ঠিক তখনই ৩০/৩৫ জন লোক অতর্কিতভাবে এএসপি শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারা শুরু করে এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। হামলার সুযোগে দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে এএসপি শামিম আনোয়ার নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকে তিনি বিভিন্ন প্রতিকূলতার শিকার হচ্ছিলেন। এমনকি তিনি নিজে ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে।