রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ১৭ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিনগত রাতে সেনাবাহিনী ও র্যাব-২ এর যৌথ আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই ও ৪ দশমিক ৯৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), বন্যা (৩৬), মো. আব্দুল লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় তারা কারাভোগ করেছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।