কসবায় বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা ভারতীয় চাল। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ১৫ হাজার টাকা।
আজ রোববার (৫ অক্টোবর) কসবা উপজেলার মঈনপুর বিজিবি ক্যাম্পের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২০৪৪/এম হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বায়েক এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৬৩০ কেজি ভারতীয় বাসমতি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবারের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।