সাংবাদিকদের জন্য ইউএসএআইডির দেশব্যাপী কর্মশালা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/28/usaid_0.jpg)
উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদনের মান বাড়ানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কর্তৃক বাংলাদেশি সাংবাদিকদের জন্য অনুষ্ঠেয় দেশব্যাপী কর্মশালা সিরিজের দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক বিষয় নিয়ে কাজ করা সাংবাদিকেরা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চট্টগ্রামে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রযোজক এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু। এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন ইউএসএআইডির জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষাবিষয়ক কার্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
দ্বিতীয় কর্মশালাটির মূল লক্ষ্য ছিল সামগ্রিক স্বাস্থ্যসেবা ও কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে যোগসূত্র স্থাপনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা। সামাজিক ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং এর মোকাবিলায় টেকসই পন্থা হিসেবে মিডিয়ার ভূমিকা নিয়ে সাংবাদিকেরা পর্যালোচনা করেন।
এই কর্মশালা মূলত বাংলাদেশি সাংবাদিকদের অনুধাবন, প্রতিবেদনযোগ্য গল্প শনাক্তকরণ এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধি করবে। যুগপৎভাবে প্রতিবেদকেরা বাংলাদেশে ইউএসএআইডি অর্থায়িত উন্নয়ন কর্মসূচির সঙ্গেও পরিচিত হবেন। ইউএসএআইডি দেশজুড়ে আটটি বিভাগে এ ধরনের কর্মশালা আয়োজন করছে।