পোশাক কারখানা বন্ধের অনুরোধ বিজিএমইএর

গার্মেন্টস কারখানা বন্ধের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ সভাপতি রুবানা হক এক চিঠিতে গার্মেন্ট মালিকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজ নিজ গার্মেন্ট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন। আজ বৃহস্পতিবার রুবানা হক গার্মেন্টস মালিকদের কাছে এ চিঠি পাঠান বলে জানিয়েছেন ঢাকার একটি পোশাক কারখানার মালিক।
গার্মেন্ট মালিকদের বরাবরে লেখা চিঠিতে রুবানা হক লিখেছেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। ভাষণে সব নাগরিকের সুরক্ষা এবং সু-স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত।