পোশাক খাতের ৭৮ শতাংশ শ্রমিক বেতন পেয়েছেন : বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক আজ বুধবার জানিয়েছেন, তাদের সদস্য কারখানার ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ১৯ লাখ ১৯ হাজার জন বেতন পেয়েছেন।
রুবানা হক বলেন, তাঁরা প্রায় ৭৮ শতাংশ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন। বৃহস্পতিবারের মধ্যে বাকি শ্রমিকরাও বেতন পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
‘আমরা আগামী ২০ এপ্রিলের মধ্যে সব শ্রমিকের বেতন পরিশোধের চেষ্টা করছি,’ যোগ করেন রুবানা।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনাভাইরাস সংকটের এ সময়ে আমরা ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছি সহায়তা করার জন্য। কোনো শ্রমিকই মার্চ মাসের বেতন না পাওয়া থাকবেন না।’
বিজিএমইএর একটি সূত্র জানায়, দুই হাজার ২৭৪টি বিজিএমইএ সদস্য কারখানার মধ্যে মোট এক হাজার ১৮৬টি কারখানা তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।