এনবিআরের হালখাতা কাল

চৈত্রসংক্রান্তিতে আগামীকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো হালখাতা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার এনবিআরের ঢাকা অঞ্চলের বৃহৎ করদাতা ইউনিটের উপকমিশনার মো. মাসুদুল করিম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
এই হালখাতার স্লোগান হচ্ছে ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে হালখাতা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. জাহিদ মালেক, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। তবে তাঁদের কেউই কাল কর দেবেন না।
হালখাতার বিষয়ে বৃহৎ করদাতা ইউনিটের উপকমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া জানান, হালখাতায় বিভিন্ন রকমের ফল ও মিষ্টি পরিবেশন করা হবে। থাকবে দেশি আমেজ। এই হালখাতার মাধ্যমে একদিকে যেমন বাংলার ঐতিহ্য লালন করা হবে, অন্যদিকে করদাতাদের সঙ্গে এনবিআরের সম্পর্ক আরো উন্নত হবে।
মাসুদুর রহমান আরো জানান, শুধু ঢাকায় নয়, গ্রাম-বাংলার আবহমান সংস্কৃতিকে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন স্থানে এনবিআরের সব কার্যালয়ে হালখাতা উদযাপন করা হবে।