বিজিএমইএ-বিকেএমইএর সব কারখানার বেতন-বোনাস পরিশোধ!

বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। আজ শনিবার সকালে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, ‘হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরিতে বেতন-ভাতা এবং এই মাসে কোনো কোনো ক্ষেত্রবিশেষে অর্ধেক অথবা ২০ দিনের বেতনও দেওয়া হয়েছে। ৩৫টার মতো ফ্যাক্টরিতে ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল, আমরা সেগুলো সমাধান করতে পেরেছি।’
শিল্পমালিকরা যাতে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে সে বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, এ কারণে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো মে মাস পর্যন্ত বেতন এবং ঈদের বোনাস পরিশোধ করেছে। এ ছাড়া প্রায় ১০০টি প্রতিষ্ঠান চলতি মাসের বেতনও পরিশোধ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।