চলমান জাহাজীকরণ জটিলতা আগে কখনো হয়নি : বিজিএমইএ

চট্টগ্রাম বন্দরে চলা জাহাজীকরণের (পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়া) জটিলতা পোশাকশিল্পের ইতিহাসে আগে কখনো ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান।
আজ সোমবার বিজিএমইএর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এ কথা বলেন। দীর্ঘ সময় ধরে বন্দরে জাহাজজট চলছে উল্লেখ করে তিনি বলেন, এতে পোশাক মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
সিদ্দিকুর রহমান বলেন, ‘টানা আড়াই মাসের বেশি সময় ধরে জাহাজজট চলমান থাকার পরিস্থিতির সঙ্গে এখন যুক্ত হয়েছে জাহাজীকরণ জটিলতা। রপ্তানি কন্টেইনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার ঘটনা, যা ইতিমধ্যে কখনোই ঘটেনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারা সময়মতো পোশাক পাবে না। আর এর মাশুল দিতে হবে আমাদের রপ্তানিকারকদের।’
পরিস্থিতি উত্তরণে কনটেইনার ইয়ার্ড সম্প্রসারণ জরুরি বলেও মনে করছে সংগঠনটি।