মোংলা বন্দর ব্যবহারে চীনের আগ্রহ প্রকাশ

বাগেরহাটের মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ‘চায়না বিল্ডিং ম্যাটারিয়ালস এন্টারপ্রাইজ অ্যালায়েন্স’-এর প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল ও ভাইস জেনারেল সেক্রেটারি আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের জেটি, কার ও কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা, অবকাঠামো পরিদর্শন করেন। এরপর বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ বন্দর ব্যবহারের আগ্রহের কথা জানান।
বৈঠকে চায়না বিল্ডিং ম্যাটারিয়ালস এন্টারপ্রাইজ অ্যালায়েন্সের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান, সদস্য (অর্থ) গোলাম মোস্তফা, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. আলতাফ হোসেন খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান বলেন, চায়না বিল্ডিং ম্যাটারিয়ালস এন্টারপ্রাইজ অ্যালায়েন্সের প্রতিনিধিদল এ বন্দর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। তারা এখানে জমি অধিগ্রহণ করে চীন থেকে বিল্ডিং ম্যাটারিয়ালস এনে মজুদ রেখে এ দেশের বড় বড় বিল্ডিং ম্যাটারিয়ালসের চাহিদা পূরণ এবং বিভিন্ন বিল্ডিং কোম্পানিগুলোর কাছে সেগুলো সরবরাহের কথা জানিয়েছে।
এদিকে চীনের ফুংসি পোর্ট পরিদর্শনের জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে চায়না প্রতিনিধিদল।