দেশে অ্যাকর্ডের কাজের মেয়াদ ছয় মাস বাড়ল

তৈরি পোশাক কারখানার মান সংরক্ষণ তদারককারী ইউরোপীয় সংগঠন অ্যাকর্ডের বাংলাদেশে কাজের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার অ্যাকর্ডের প্রতিনিধি ও তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার মানোন্নয়নের জন্য অ্যাকর্ড ও অ্যালাইন্স (উত্তর আমেরিকার সংগঠন) পাঁচ বছরের জন্য বাংলাদেশে কাজ করার জন্য চুক্তি করে। সে মোতাবেক ২০১৮ সালের ৩১ মে তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।
এরই মধ্যে অ্যালাইন্স তাদের মেয়াদ আর বাড়াবে না বলে জানিয়ে দিলেও অ্যাকর্ডের পক্ষ থেকে জানানো হয়, তাদের আরো সময় লাগবে। কিন্তু সরকার ও বিজিএমইএ দুই পক্ষই তাদের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করলেও আজ এই বৈঠকে ছয় মাস বাড়ানো হলো।
মন্ত্রী বলেন, ‘কারখানা মালিকের ন্যূনতম পাঁচ কোটি, কোনোটা ২০-২৫ কোটি টাকা খরচ করে আধুনিক করেছে। যার প্রমাণ গত রানা প্লাজা ধসের পরে চার বছর পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে। আল্লাহর রহমতে, অসীম রহমতে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেনি। সুতরাং আমাদের বিনিয়োগকারীরা যেমন সচেতন, যত্নবান; আন্তর্জাতিক ব্র্যান্ড এবং শ্রমিক সংগঠন তারাও মোটামুটিভাবে তারা সন্তুষ্ট।’