সিএমসি কামালের ইপিএস ৪১ পয়সা

বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামালের চলতি হিসাব বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪১ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস ছিল ৪০ পয়সা। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানির ইপিএস হয়েছে ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৬৯ পয়সা।
চলতি বছরের জানুয়ারি-জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়ায় ৯৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে দাঁড়ায় ৮৩ পয়সা। এ বছর জানুয়ারি-জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এএনভি) ২০ টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৬২ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৭ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১২ দশমিক ২৪।